ক) কাস্পিয়ান সাগর
খ) লেক সুপিরিয়র
গ) টিটিকাকা হ্রদ
(ঘ) লেক আসাল
উত্তর- কাস্পিয়ান সাগর
বৃহত্তম হ্রদঃ
- পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর যা একটি লবণাক্ত পানির হ্রদ। – এটি ককেশাস পর্বতমালার পূর্বে এবং মধ্য এশিয়ার পশ্চিমে অবস্থিত। – এটি প্রায় ১২০০ কিমি দীর্ঘ এবং ৩২০ কিমি চওড়া।
- এটি মধ্য এশিয়ায় অবস্থিত যার আয়তন প্রায় ৩.৭২ লক্ষ বর্গকিমি।
. ক্যাস্পিয়ান সাগর বিশ্বের ল্যাকস্ট্রিন জলের ৪০ – ৪৪% এর মধ্যে রয়েছে। - তবে সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো জিবুতির লেক আসাল।
অন্যদিকে, - সুপিরিয়র বিশ্বের বৃহত্তর স্বাদুপানির হ্রদ যা উত্তর আমেরিকায় অবস্থিত। – লেক আসাল পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ যা আফ্রিকার জিবুতিতে অবস্থিত। – বলিভিয়া ও পেরু সীমান্তে অবস্থিত টিটিকাকা পৃথিবীর উচ্চতম হৃদ।