ক) যুক্তরাষ্ট্র
খ) ব্রাজিল
গ) আইভরিকোস্ট
ঘ) ইথিওপিয়া
উত্তর- ব্রাজিল
বিশ্বে সয়াবিন উৎপাদনকারী শীর্ষ দেশ:
বিশ্বে সয়াবিন উৎপাদনকারী শীর্ষ দেশ ব্রাজিল ৷
উল্লেখ্য, ব্রাজিল:
ব্রাজিল হলো দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ।
ব্রাজিল আটলান্টিক মহাসাগরের উপকূলরেখাসহ দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব দিকে একটি বিশাল ত্রিভুজের
আকৃতি নিয়েছে।
চিলি ও ইকুয়েডর ছাড়া দক্ষিণ আমেরিকার প্রতিটি দেশের সঙ্গে এর সীমান্ত আছে।
অন্যদিকে –
বিশ্বে সয়াবিন উৎপাদনকারী শীর্ষ দেশসমূহ:
১। ব্রাজিল,
২। যুক্তরাষ্ট্র,
৩। আর্জেন্টিনা,
৪। চায়না,
৫। ভারত,
৬। প্যারাগুয়ে,
৭। কানাডা,
৮। ইউক্রেন,
৯। রাশিয়া
১০। বলিভিয়া।