ক) সুপিরিয়র
খ) কাস্পিয়ান
গ) বৈকাল
ঘ) লেক আসাল
উত্তর-বৈকাল
পৃথিবীর গভীরতম ও প্রাচীনতম সাধু পানির হ্রদ হলো বৈকাল হ্রদ। এর গভীরতা ১,৬২০ মিটার।
এটি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত।
অন্যদিকে,
কাস্পিয়ান সাগর বিশ্বের বৃহত্তম ও বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ।
সুপিরিয়র বিশ্বের বৃহত্তম স্বাদু পানির হ্রদ।
লেক আসাল বিশ্বের সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ।