ক) ব্রিটিশ লাইব্রেরি
খ) দ্য লাইব্রেরি অব কংগ্রেস
গ) লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা
ঘ) নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি
উত্তর- দ্য লাইব্রেরি অব কংগ্রেস
বিশ্বের বৃহত্তম লাইব্রেরি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস।
এটি যুক্তরাষ্ট্রের জাতীয় গ্রন্থাগার যা ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়। এই লাইব্রেরিতে বিশ্বের ৪৫০টি ভাষার প্রায় ১৬২ মিলিয়নের অধিক বই রয়েছে।
বইয়ের সংখ্যায় বিশ্বের বৃহত্তম লাইব্রেরিসমূহ:
প্রথম : দ্য লাইব্রেরি অব কংগ্রেস (যুক্তরাষ্ট্র) : ১৬২+ মিলিয়ন
দ্বিতীয় : ব্রিটিশ লাইব্রেরি (যুক্তরাজ্য) : ১৫০+ মিলিয়ন
তৃতীয় : লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা : ৫৪ মিলিয়ন
চতুর্থ : নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (যুক্তরাষ্ট্র) : ৫৩.১ মিলিয়ন।