ক) আফ্রিকা
খ) উঃ আমেরিকা
গ) এশিয়া
ঘ) অস্ট্রেলিয়া
উত্তর-এশিয়া
কাস্পিয়ান সাগর আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ।
এটি বিশ্বের বৃহত্তম ভূ-বেষ্টিত আবদ্ধ জলাশয় ।
এর পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল ৩৮৬,৪০০ বর্গ কিলোমিটার।
এটি এশিয়া মহাদেশে অবস্থিত ।
ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া এবং আজারবাইজান এই হ্রদের অববাহিকার দেশ।