বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট কোনটি?

ক) APEC
খ) EU
গ) WTO
ঘ) USMCA

WTO (World Trade Organization) বা বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট। ১ জানুয়ারি ১৯৯৫ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা যাত্রা শুরু করে। বাংলাদেশ WTO এর প্রতিষ্ঠাকালীন সদস্য। এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৪টি। পর্যবেক্ষক সংখ্যা ২৪টি। সর্বশেষ ২৯ জুলাই ২০১৬ আফগানিস্তান WTO এর সদস্যপদ লাভ করে।

সংস্থাটির মহাপরিচালকের পদ বর্তমানে শূন্য রয়েছে। পূর্ববর্তী মহাপরিচালক রবার্তো আজভেদো গত ৩১ আগস্ট ২০২০ পদত্যাগ করেন।

বিশ্ব বাণিজ্য সংস্থা GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে গঠিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *