ক. আমাজন
খ. মারে ডালিং
গ. নীলনদ
ঘ. ভলগা
উত্তর- আমাজন
দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হল আমাজন নদী। এটি পৃথিবীর বৃহত্তম নদীও বটে।
আমাজন নদীর উৎপত্তি পেরুর আন্দিজ পর্বতমালার নেভাদো মিস্মি নামক চূড়ায়। এটি প্রায় ৬৯৯২ কিলোমিটার (৪৩৪৫ মাইল) দীর্ঘ পথ পাড়ি দিয়ে ব্রাজিল হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে। নদীটি দক্ষিণ আমেরিকার প্রায় ৩০০০ মাইল এলাকা ধুয়ে মোট নয়টি দেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়।
আমাজন নদী বিশ্বের মোট নদীর জলের প্রায় এক-পঞ্চমাংশ বহন করে এবং এর অববাহিকা বিশ্বের বৃহত্তম বৃষ্টি অরণ্যের আবাসস্থল।