বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি : জাতি, গোষ্ঠী ও উপজাতি সম্পর্কিত জানা অজানা তথ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে
প্রশ্ন : গারোদের ধর্মের নাম কি ?
উত্তর : সাংসারেক।
প্রশ্ন : গারোদের ভাষার নাম কি ?
উত্তর : মান্দি।
প্রশ্ন : উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কথা উল্লেখ আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে ?
উত্তর : ২৩(ক) অনুচ্ছেদ।
প্রশ্ন : বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা কতটি ?
উত্তর : ৪৮টি (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী)।
প্রশ্ন : সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে কোন জেলায় ?
উত্তর : পার্বত্য চট্টগ্রাম।
প্রশ্ন : বাংলাদেশের মোট উপজাতির প্রায় ৫০% উপজাতি বসবাস করে কোন জেলায় ?
উত্তর : পার্বত্য চট্টগ্রাম।
প্রশ্ন : বাংলাদেশে সবচেয়ে বেশি বাস করে কোন উপজাতি ?
উত্তর : চাকমা
প্রশ্ন : চাকমারা কোন ধর্মাম্বলী ?
উত্তর : বৌদ্ধ।
প্রশ্ন : বাংলাদেশের কোন উপজাতি মাতৃতান্ত্রিক ?
উত্তর : গারো ও খাসিয়া।
প্রশ্ন : বাংলাদেশের মুসলমান উপজাতি কোনটি ?
উত্তর : পাঙন।
প্রশ্ন : বাংলাদেশের মুসলমান উপজাতি কোথায় বাস করে ?
উত্তর : মৌলভীবাজার।
প্রশ্ন : রাখাইন উপজাতি বাংলাদেশে এসেছে কোথা থেকে ?
উত্তর : মায়ানমারের আরাকান।
প্রশ্ন : রাখাইন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে ?
উত্তর : পটুয়াখালী ও কক্সবাজার।
প্রশ্ন : গারো উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে ?
উত্তর : ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর ও নেত্রকোনায়।
প্রশ্ন : খাসিয়া ও মনিপুরী উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে ?
উত্তর : সিলেট।
প্রশ্ন : মগ উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে ?
উত্তর : বান্দরবান।
প্রশ্ন : সাঁওতাল উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে ?
উত্তর : রাজশাহী, রংপুর, বগুড়া ও দিনাজপুর।
প্রশ্ন : হাজং উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে ?
উত্তর : বৃহত্তম ময়মনসিংহ অঞ্চল।
প্রশ্ন : একমাত্র উপজাতি হিসেবে কাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহু বিবাহ ও বিধবা বিবাহ প্রচলিত আছে ?
উত্তর : হাজং।
প্রশ্ন : রাজবংশী উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে ?
উত্তর : রংপুর জেলায়।
প্রশ্ন : বাংলাদেশের উপজাতি নয় কারা ?
উত্তর : মাওরী, নাগা, জুলু, আফ্রিদি।
প্রশ্ন : পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী উপজাতির সংখ্যা কতটি ?
উত্তর : ১২টি।
প্রশ্ন : বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মোট জনসংখ্যার কত ?
উত্তর : ১.১০% (আদমশুমারী ২০১১)।
প্রশ্ন : বাংলাদেশে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট কতটি ?
উত্তর : ২টি (রাঙামাটি ও বান্দরবান)
প্রশ্ন : উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি রয়েছে কতটি ?
উত্তর : ১টি ।
প্রশ্ন : উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি কোথায় অবস্থিত ?
উত্তর : বিরিসিরি, নেত্রকোনা।
প্রশ্ন : গারোদের ধর্মীয় উৎসবের নাম কি ?
উত্তর : ওয়ানগালা ।
প্রশ্ন : খিয়াংদের প্রধান উৎসবের নাম কি ?
উত্তর : সাংলান।
প্রশ্ন : খিয়াং সম্প্রদায় কোন অঞ্চলে বাস করে ?
উত্তর : পার্বত্য চট্টগ্রাম।
প্রশ্ন : পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বর্ষবরণ উৎসবের নাম কি?
উত্তর : বৈসাবি।
প্রশ্ন : চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কি ?
উত্তর : ফেবো (২০০৪)।
প্রশ্ন : চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠান ‘বিঝু’ কতদিন যাবৎ পালিত হয় ?
উত্তর : ৩ দিন।
প্রশ্ন : বাংলাদেশে কোন বিভাগে উপজাতি নেই ?
উত্তর : খুলনা।
প্রশ্ন : ‘ট্রাইবাল কালচারাল একাডেমি’ কোথায় অবস্থিত ?
উত্তর : রাঙামাটি।
প্রশ্ন : সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলা হয় ?
উত্তর : মাজি।
প্রশ্ন : জলকেলি কোন উপজাতির উৎসব ?
উত্তর : রাখাইন।
প্রশ্ন : খাসিয়া গ্রামগুলাে কি নামে পরিচিত ?
উত্তর : পুঞ্জি।