বাংলাদেশের সশস্ত্র বাহিনী সম্পর্কিত সাধারণ জ্ঞান

বিসিএস প্রিলিমিনারীসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনী সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে

বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বনাম—ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

Inter Service Selection Board (ISSB) হলো—সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড।

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার—প্রেসিডেন্ট।

বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তর—কুর্মিটোলা, ঢাকা।

বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং সেন্টার—যশোর।

বাংলাদেশ বিমানবাহিনীর সদর দপ্তর—ঢাকার কুর্মিটোলা।

বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর—ঢাকার বনানী।

বাংলাদেশ সামরিক জাদুঘর—বিজয় সরণি, ঢাকা।

সেনাবাহিনী

সেনাবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা—২১ নভেম্বর ১৯৭১।

প্রথম মহিলা ব্রিগেডিয়ার—সুরাইয়া রহমান।

প্রথম চাকমা মেজর জেনারেল—অনুপ কুমার চাকমা।

সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ডের নাম—ISSB.

বর্তমান সর্বোচ্চ পদ—জেনারেল।

পূর্ব নাম—ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা—মেজর আবদুল গণি।

সেনাবাহিনীর স্লোগান—সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে।

নৌবাহিনী

প্রথম রণতরি—বিএনএস পদ্মা।

সর্বোচ্চ পদবি—অ্যাডমিরাল।

নৌবাহিনীর আনুষ্ঠানিকভাবে যাত্রা—১০ ডিসেম্বর ১৯৭২ সাল।

যাত্রা শুরু করে—দুটি গানবোট নিয়ে

(পদ্মা ও পলাশ)।

সোর্ড অব অনারপ্রাপ্ত একমাত্র নৌ ক্যাডেট—মারজিয়া ইসলাম।

বাংলাদেশের প্রথম ভাইস অ্যাডমিরাল—সরওয়ার জাহান নিজাম।

নৌবাহিনীর প্রতীক—কাছিবেষ্টিত নোঙর ও এর ওপর শাপলা।

বিমানবাহিনী

যাত্রা—১৯৭১ সাল।

বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং সেন্টার—যশোর।

বিমানবাহিনীর স্লোগান—বাংলার আকাশ রাখিব মুক্ত।

সদর দপ্তর—ঢাকা সেনানিবাস।

প্রতীক—উড়ন্ত ইগল ও এর ওপর শাপলা এবং দুই পাশে দুটি করে চারটি তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *