বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ –

ক) ভিয়েতনাম
খ) সোভিয়েত ইউনিয়ন
গ) ফ্রান্স
ঘ) চীন

রাশিয়া:


আয়তনে বিশ্বের বিশ্বের বৃহত্তম দেশ – রাশিয়া। . বর্তমান প্রেসিডেন্ট – ভ্লাদিমির পুতিন।
তার রাজনৈতিক দলের নাম – ইউনাইটেড রাশিয়া।
রাশিয়ার সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে।
রাশিয়ার সম্রাটদের বলা হয় – জার ।
রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে – ১৯১৭ সালে।
বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র – সোভিয়েত ইউনিয়ন ।
রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন – ক্রেমলিন ।
রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ – ৬ বছর।
সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় – ১৯২২ সালে।
সোভয়েত ইউনিয়নের স্থায়িত্বকাল – ১৯২২-১৯৯১ সাল।
USSR (Union of Soviet Socialist Republic) বিলুপ্ত হয় – ২৬ ডিসেম্বর, ১৯৯১ সালে।
রাশিয়ায় রুশ বিপ্লব সংঘঠিত হয় – ১৯১৭ সালে।
রুশ বিপ্লবের স্থায়িত্ব ছিল – ১০ দিন।
রুশ বিপ্লবের অন্য নাম – বলশেভিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, অক্টোবর বিপ্লব ও ফেব্রুয়ারি বিপ্লব।
বলশেভিক বিপ্লবের ফলে – রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন – ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
‘Imperialism, the Highest Stage of Capitalism’ বইটির লেখক – ভি. আই. লেনিন।
গ্লাসনস্ত নীতি’ প্রবর্তন করেন – সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট গর্বাচেভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *