বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব ১

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে

১. রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিবির বর্তমান নাম কী?
ক) সিবিআর
খ) এসভিআর
গ) এফএসবি
ঘ) সিআইএ

২. ‘লি ডাক থো’ কোন দেশের নেতা ছিলেন?
ক) চীন
খ) কম্বোডিয়া
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) ভিয়েতনাম

৩. ১৯৪৮ সালে স্বাক্ষরিত ব্রাসেলস চুক্তিতে স্বাক্ষরকারী দেশ কয়টি?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৮

৪. আরবরা প্রথম তেল অবরোধ করে কত সালে?
ক) ১৯৭১
খ) ১৯৭২
গ) ১৯৭৩
ঘ) ১৯৭৪

৩. ১৯৪৮ সালে স্বাক্ষরিত ব্রাসেলস চুক্তিতে স্বাক্ষরকারী দেশ কয়টি?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৮

৪. আরবরা প্রথম তেল অবরোধ করে কত সালে?
ক) ১৯৭১
খ) ১৯৭২
গ) ১৯৭৩
ঘ) ১৯৭৪

৭. ‘হিজবুল্লাহ’ কোন দেশের গেরিলা গোষ্ঠী?
ক) ফিলিস্তিন
খ) ইরান
গ) ইয়েমেন
ঘ) লেবানন

৮. ভারতের সঙ্গে কয়টি দেশের সীমান্ত রয়েছে?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৮

৯. কসোভো কার উপনিবেশ ছিল?
ক) মন্টিনিগ্রো
খ) বসনিয়া
গ) ক্রোয়েশিয়া
ঘ) সার্বিয়া

১০. পালাউর রাজধানীর নাম কী?
ক) পালিকির
খ) মেলিকিওক
গ) মাজরু
ঘ) ফুনাফুতি

১১. এ পর্যন্ত UNCLOS হয়েছে কয়টি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪

১২. নিচের কোনটি আরব উপদ্বীপের দেশ নয়?
ক) ইরান
খ) সিরিয়া
গ) জর্ডান
ঘ) ওপরের সব কটি

১৩. বসফরাস প্রণালি কাদেরকে সংযুক্ত করেছে?
ক) ইজিয়ান সাগর ও মর্মর সাগর
খ) কৃষ্ণসাগর ও মর্মর সাগর
গ) আরব সাগর ও কৃষ্ণসাগর
ঘ) ওমান সাগর ও আরব সাগর

১৪. জেনেভা কনভেনশনের চারটি চুক্তির প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
ক) ১৮৬৪
খ) ১৮৬৮
গ) ১৮৭২
ঘ) ১৭৮৯

১৫. ডমিনিয়ন থেকে সর্বশেষ মুক্ত হয় কোন দেশ?
ক) ফিজি
খ) কানাডা
গ) বার্বাডোজ
ঘ) অস্ট্রেলিয়া

১৬. কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হয় কত সালে?
ক) ২০১৬
খ) ২০২০
গ) ২০২৩
ঘ) ২০২৪

১৭. গ্রিন হাউস গ্যাসের ভেতর বেশি পরিমাণে আছে কোনটি?
ক) কার্বন মনোক্সাইড
খ) ক্লোরোফ্লোরো কার্বন
গ) মিথেন
ঘ) কার্বন ডাই–অক্সাইড

১৮. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টি?
ক) ৬
খ) ৮
গ) ১০
ঘ) ১১

১৯. ব্রিকসের সদস্যসংখ্যা কয়টি?
ক) ৫
খ) ৯
গ) ১০
ঘ) ১১

২০. এসকাপের সদর দপ্তর কোথায়?
ক) থাইল্যান্ড
খ) চীন
গ) ফিলিপাইন
ঘ) মিয়ানমার

উত্তর

১. গ। ২. ঘ। ৩. ক। ৪. গ। ৫. খ। ৬. ঘ। ৭. ঘ। ৮. খ। ৯. ঘ। ১০. খ।
১১. গ। ১২. ঘ। ১৩. খ। ১৪. ক। ১৫. গ। ১৬. খ। ১৭. ঘ। ১৮. গ। ১৯. গ। ২০. ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *