বিশ্বে প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন লঞ্চ করলো কোন কোম্পানি?

ক. SpaceX
খ. ISRO
গ. Agnikul
ঘ. কেউই নয়

বিশ্বে প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন লঞ্চ করার কৃতিত্ব রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর অধীনস্থ রিলায়েন্স ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস কোম্পানির।

২০২২ সালের ১৭ নভেম্বর তারিখে, রিলায়েন্স ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস তাদের ‘অগ্নিশপথ’ নামক প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন সফলভাবে উৎক্ষেপণ করে। এই ঐতিহাসিক মাইলফলকটি আন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে একটি প্রাইভেট রকেট ব্যবহার করে অর্জিত হয়েছিল।

অগ্নিশপথ রকেট ইঞ্জিনটি উচ্চ-তাপমাত্রা সহনশীল ধাতু ব্যবহার করে 3D প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে রকেট ইঞ্জিন নির্মাণে সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *