বিজ্ঞান সম্পর্কিত সাধারন জ্ঞান : পর্ব ১

বিসিএস প্রিলিমিনারীসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিজ্ঞান সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে

প্রশ্ন: ভারী পানির রাসায়নিক সংকেত কী?

উত্তর: D2O

প্রশ্ন: প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

উত্তর: মিথেন

প্রশ্ন: অ্যান্থনি ফাউসি কে?

উত্তর: যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ

প্রশ্ন: বিশ্ব পরিবেশ সংরক্ষা সূচকে (২০২২) প্রথম অবস্থানে কোন দেশ?

উত্তর: ডেনমার্ক

প্রশ্ন: বিশ্ব পরিবেশ সংরক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১৭৭তম

প্রশ্ন: কোভ্যাক্স কী?

উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন করোনা টিকার একটি বৈশ্বিক উদ্যোগ।

প্রশ্ন: হাইড্রোজেন পার-অক্সাইডের সংকেত কী?

উত্তর: H2O2

প্রশ্ন: জাতিসংঘের অফিশিয়াল ভাষা কী কী?

উত্তর: ইংরেজি ও ফরাসি

প্রশ্ন: বহুরূপী মৌল কোনটি?

উত্তর: কার্বন

প্রশ্ন: বিশুদ্ধ পানির pH কত?

উত্তর: pH 7

প্রশ্ন: প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়?

উত্তর: রাইবোজোমকে

প্রশ্ন: কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?

উত্তর: নিউক্লিয়াসকে

প্রশ্ন: মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

উত্তর: ২৩ জোড়া।

প্রশ্ন: মানবদেহের রক্তরসে শতকরা কত অংশ পানি থাকে?

উত্তর: ৯১–৯২%।

প্রশ্ন: একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?

উত্তর: ১টি।

প্রশ্ন: কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?

উত্তর: মাইটোকন্ড্রিয়াকে।

প্রশ্ন: হরমোন প্রবাহিত হয় কিসের মাধ্যমে?

উত্তর: রক্তের মাধ্যমে।

প্রশ্ন: বর্তমানে মৌলিক পদার্থের সংখ্যা কয়টি?

উত্তর: ১১৮টি

প্রশ্ন: থার্মোমিটারে কোন পদার্থ থাকে?

উত্তর: পারদ

প্রশ্ন: ওজোন স্তরের ক্ষতির জন্য বেশি দায়ী কে?

উত্তর: CFC গ্যাস

প্রশ্ন: সর্বোচ্চ গলনাঙ্কের ধাতু কোনটি?

উত্তর: টাংস্টেন

প্রশ্ন: সর্বনিম্ন গলনাঙ্কের ধাতু কোনটি?

উত্তর: পারদ

প্রশ্ন: প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?

উত্তর: হীরক

প্রশ্ন: মানবদেহে কশেরুকার সংখ্যা কয়টি?

উত্তর: ৩৩টি

প্রশ্ন: সমুদ্র স্রোতের প্রধান কারণ কী?

উত্তর: বায়ুপ্রবাহ

প্রশ্ন: ড্রোন কী?

উত্তর: চালকবিহীন বিমান

প্রশ্ন: মানুষের রক্তের pH কত?

উত্তর: ৭.৪

প্রশ্ন: বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত?

উত্তর: ৭৮.০২%

প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়?

উত্তর: ভিটামিন বি-১২

প্রশ্ন: সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয়, তার নাম কী?

উত্তর: বিউটেন

প্রশ্ন: রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?

উত্তর: O গ্রুপ

প্রশ্ন: E=mc2 সূত্রের আবিষ্কারক কে?

উত্তর: আলবার্ট আইনস্টাইন

প্রশ্ন: ‘ওজোন’-এর রাসায়নিক সংকেত কী?

উত্তর: O3

প্রশ্ন: অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে?

উত্তর: সূর্য থেকে

প্রশ্ন: কোন গ্যাস ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে?

উত্তর: ক্লোরিন গ্যাস

প্রশ্ন: ফ্রেয়নের রাসায়নিক নাম কী?

উত্তর: ডাইক্লোরো ডাই–ফ্লোরো মিথেন

প্রশ্ন: CFC গ্যাস কে আবিষ্কার করেন?

উত্তর: অধ্যাপক থমাস মিগলে (Midgley)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *