বাংলাদেশের বৃহত্তম নৃ- গোষ্ঠী কোনটি ?

ক. সাঁওতাল
খ. রাখাইন
গ. মারমা
ঘ. চাকমা

বাংলাদেশের বৃহত্তম নৃ-গোষ্ঠী হল চাকমা।

২০১১ সালের আদমশুমারি অনুসারে, চাকমা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৩,০০,০০০ জন, যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ০.২%। তারা মূলত খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, নীলগিরি, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বসবাস করে।

বাংলাদেশ সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী বলা হয় যে, বাংলাদেশে কোনো আদিবাসী নেই; বরং মূল বাঙালি জনগোষ্ঠীর বিপরীতে এই অ – বাঙালি জনসমষ্টিকে – উপজাতি; ক্ষুদ্র জাতিসত্তা; নৃগোষ্ঠী নামে অভিহিত করা হয়েছে।

তবে, এই অবাঙালি জনগোষ্ঠী জাতিসংঘ আদিবাসী অধিকার ঘোষণা ২০০৭ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার ১০৭ ও ১৬৯ নং কনভেনশনের ঘোষণা অনুযায়ী নিজেদের আদিবাসী স্বীকৃতির দাবি আদায়ের কর্মসূচী পালন করে আসছে এবং উপজাতি নামটি অপমানকর মনে করে ।

চাকমারা মঙ্গোলীয় জাতির একটি শাখা। বর্তমান মিয়ানমারের আরাকানে বসবাসকারী ডাইংনেট জাতিগোষ্ঠীকে চাকমাদের একটি শাখা হিসেবে গণ্য করা হয়। এবং এরা প্রধানত থেরাবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী। বুদ্ধপুর্ণিমা ছাড়া তাদের অন্যতম প্রধান আনন্দ উৎসব হচ্ছে বিজু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *