বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

ক) ASEAN
খ) SAFTA
গ) EU
ঘ) WTO

বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU).
ইইউ ২৭টি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ।
এটি ১৯৯৩ সালের নভেম্বরে মাস্ট্রিচ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয় ।

অপরদিকে,

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কোন অর্থনৈতিক জোট নয় ।

ইহা আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে এবং এর প্রধান কাজ হলো বাণিজ্য যতটা সম্ভব সহজ ও প্রসার করা ।
বিশ্ব বাণিজ্য সংস্থা 164টি সদস্য দেশ নিয়ে গঠিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *