বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?

ক) মোনাকো
খ) ইন্দোনেশিয়া
গ) সিঙ্গাপুর
ঘ) বাহরাইন

প্রথম – মোনাকো (১৯,১৯৬ জন প্রতি বর্গ কি.মি.)।
দ্বিতীয় – সিঙ্গাপুর (৭,৯৫৩ জন প্রতি বর্গ কি.মি.) ।
তৃতীয় – বাহরাইন (২,০১৭ জন প্রতি বর্গ কি.মি.)।

⇒ ব্রাজিল এবং নাইজেরিয়া যথাক্রমে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশ।
⇒ উল্লেখ্য, আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ – কাজাখস্তান ও জনসংখ্যায় – ইন্দোনেশিয়া।
⇒ জনসংখ্যায় বাংলাদশ বিশ্বের অষ্টম ও মুসলিম বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *