ক) সিনহুয়া
খ) বিবিসি
গ) রয়টার্স
ঘ) তাস
উত্তর- রয়টার্স
পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা রয়টার্স প্রতিষ্ঠিত হয় ১৮৫১ সালে।
প্রতিষ্ঠাতা পল জুলিয়াস রয়টার।
সদর দপ্তর অবস্থিত যুক্তরাজ্যের লন্ডন শহরে।
British Broadcasting Corporation (BBC) বিশ্বের বৃহত্তম ব্রডকাস্টিং কর্পোরেশন এবং বিশ্বের প্রাচীনতম
সংবাদ সংস্থা ফ্রান্সের এজেন্সি ফ্রান্স প্রেস (AFP)।
তাস যথাক্রমে সিরিয়া ও রাশিয়ার সংবাদ সংস্থা।