ক) চিলি – আর্জেন্টিনা
খ) কানাডা – যুক্তরাষ্ট্র
গ) ভারত – চীন
ঘ) রাশিয়া – কাজাখস্তান
উত্তর- কানাডা – যুক্তরাষ্ট্র
বিশ্বের দীর্ঘতম সীমান্ত :
বিশ্বের দীর্ঘতম সীমান্ত হলো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমান্ত
কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এবং যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।
এই দুইটি দেশের মাঝে ৮৮৯৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যা বিশ্বের দীর্ঘতম।
সীমান্ত টি দুইটি অংশে বিভক্ত। একটি আমেরিকার মূল ভূখণ্ডের সাথে কানাডার এবং অপর অংশ আলাস্কার সাথে নর্দান কানাডার ।
এছাড়া,
চীন-রাশিয়া সীমান্ত বিশ্বের ৬ষ্ঠ দীর্ঘতম সীমান্ত ৷
রাশিয়া-কাজাখস্তান বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম এবং
আর্জেন্টিনা-চিলি বিশ্বের তৃতীয় দীর্ঘতম সীমান্ত ৷