এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ –

ক) চীন
খ) জাপান
গ) ভারত
ঘ) উত্তর কোরিয়া

এশিয়া মহাদেশ :

এশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ।
এই মহাদেশের আয়তন সারা বিশ্বের মোট ভূমির – ৩০% এবং মোট জনসংখ্যার – প্রায় ৬০% বসবাস করে।
এশিয়া মহাদেশের আয়তন – ১৪,৪৫,৭৯,০০০ বর্গ কিলোমিটার বা ৮,৮১,৯৩, ১৯০ বর্গ মাইল ।
এশিয়ার পূর্বে – প্রশান্ত মহাসাগর; উত্তরে – আর্কটিক মহাসাগর/ উত্তর মহাসাগর; দক্ষিণে – ভারত মহাসাগর ও পশ্চিমে – ইউরোপ মহাদেশ অবস্থিত।
এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ – চীন এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ – জাপান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *