বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে
১. পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কবে?
ক) ২৫ জুন ২০২২
খ) ২৬ জুন ২০২৩
গ) ২৬ জুন ২০২২
ঘ) ২৫ জুন ২০২৩
২. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা কত মেগাওয়াট?
ক) ১২০০
খ) ১৩২০
গ) ২৩০০
ঘ) ২৪০০
৩. প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর আসন ছিল কোনটি?
ক) ঢাকা-১২
খ) ঢাকা-১৮
গ) গোপালগঞ্জ-১
ঘ) গোপালগঞ্জ-৭
৪. এ কে ফজলুল হককে কারা ‘শের-ই-বাংলা’ উপাধি দেয়?
ক) কলকাতার জনগণ
খ) লক্ষ্ণৌর জনগণ
গ) পাকিস্তানের জনগণ
ঘ) বাংলার জনগণ
৫. সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে?
ক) রাঙ্গাবালী
খ) মহেশখালী
গ) সন্দ্বীপ
ঘ) উড়ির চর
৬. ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের পরিচালক কে?
ক) শ্যাম বেনেগাল
খ) সেলিম খান
গ) আশরাফ শিশির
ঘ) নজরুল ইসলাম
৭. অর্থনৈতিক সমীক্ষা-২০২৩ অনুযায়ী স্থিরমূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার কত শতাংশ?
ক) ৭.২৫
খ) ৬.০৩
গ) ৬.০৫
ঘ) ৬.২৫
৮. বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিদের করমুক্ত আয়সীমা কত?
ক) ৪,০০,০০০ টাকা
খ) ৪,২৫,০০০ টাকা
গ) ৪,৫০,০০০ টাকা
ঘ) ৪,৭৫,০০০ টাকা
৯. ইউনেসকো ঘোষিত বাংলাদেশের তৃতীয় অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি?
ক) জামদানি বুননশিল্প
খ) বাউলসংগীত
গ) মঙ্গল শোভাযাত্রা
ঘ) শীতলপাটির বুননপদ্ধতি
১০. নিচের কোন প্রতিষ্ঠানটি ২০২৩ সালে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করে?
ক) জাতীয় সংসদ
খ) সিআইডি
গ) জাতীয় নির্বাচন কমিশন
ঘ) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
১১. ‘দ্বীন-ই-ইলাহি’ নামক ধর্ম চালু করেন কোন সম্রাট?
ক) বাবর
খ) আকবর
গ) হুমায়ুন
ঘ) শাহজাহান
১২. মৌর্য বংশের রাজধানী ছিল কোনটি?
ক) পাটালিপুত্র
খ) নদীয়া
গ) গঙ্গারিডই
ঘ) সোনারগাঁও
১৩. ‘তাহেরপুরী’ কিসের জাত?
ক) বেগুন
খ) কলা
গ) আলু
ঘ) পেঁয়াজ
১৪. ‘বম’ উপজাতিরা কোন ধর্মাবলম্বী?
ক) ইসলাম
খ) বৌদ্ধ
গ) খ্রিষ্ট
ঘ) হিন্দু
১৫. ‘প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন সংবিধান’ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে?
ক) ৭(১)
খ) ৭(২)
গ) ৭ক
ঘ) ৭খ
১৬. ‘কোর্ট অব রেকর্ড’ নিচের কোনটি?
ক) হাইকোর্ট
খ) আপিল বিভাগ
গ) দায়রা বিভাগ
ঘ) সুপ্রিম কোর্ট
১৭. বঙ্গবন্ধু একটি পরিবারের সর্বাধিক কত বিঘা পর্যন্ত জমির মালিকানা নির্ধারণ করেন?
ক) ২৫ বিঘা
খ) ৫০ বিঘা
গ) ১০০ বিঘা
ঘ) ১২৫ বিঘা
১৮. জাতীয় সমাজসেবা দিবস কবে?
ক) ২১ জানুয়ারি
খ) ০২ ফেব্রুয়ারি
গ) ০২ জানুয়ারি
ঘ) ২৬ সেপ্টেম্বর
১৯. ঘাটুগান কোন অঞ্চলের?
ক) চাঁপাইনবাবগঞ্জ
খ) হাওর অঞ্চলে
গ) খরাপ্রবণ অঞ্চলের
ঘ) উপকূলীয় অঞ্চলের
২০. ২০৩১ সালের বাংলাদেশের সঙ্গে কোন দেশটি যৌথভাবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে?
ক) পাকিস্তান
খ) ভারত
গ) শ্রীলঙ্কা
ঘ) নেপাল
মডেল টেস্ট ২৯-এর উত্তর
১. গ। ২. ঘ। ৩. ক। ৪. খ। ৫. ক। ৬. ঘ। ৭. খ। ৮. ঘ। ৯. গ। ১০. ক।
১১. খ। ১২. ক। ১৩. ঘ। ১৪. গ। ১৫. খ। ১৬. ঘ। ১৭. গ। ১৮. গ। ১৯. খ। ২০.খ।