হোয়াটসঅ্যাপ স্টেটাস তো অনেকেই দেন। কিন্তু সেই স্টেটাস কী ভাবে ফেসবুকে দেবেন তা জানা আছে? তাও আবার ফেসবুক না খুলেই! সম্প্রতি নতুন ফিচার যোগ করেছে মেটা। ইউজারদের সুবিধার্থে এমন ফিচার আনা হয়েছে। এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে স্টেটাস শেয়ার করার সুবিধাটি বেশ মজার। যা ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মধ্যে রয়েছে। এমন মজার ফিচার কী ভাবে উপভোগ করবেন চটফট জেনে নিন।

WhatsApp Status Facebook-এ শেয়ার করার দুটি উপায় রয়েছে:

১. WhatsApp-এর মাধ্যমে:

  1. WhatsApp অ্যাপটি খুলুন।
  2. Status ট্যাবে যান।
  3. আপনি যে status শেয়ার করতে চান তা tap করুন।
  4. Share বাটনে tap করুন।
  5. Facebook icon tap করুন।
  6. Share বাটনে tap করুন।
  7. Share to option-এ PublicFriendsOnly Me থেকে select করুন।
  8. Post বাটনে tap করুন।

২. Facebook-এর মাধ্যমে:

  1. Facebook অ্যাপটি খুলুন।
  2. What’s on your mind? box-এ tap করুন।
  3. Share to Facebook option select করুন।
  4. Photos/Videos option select করুন।
  5. Gallery থেকে আপনি যে WhatsApp status শেয়ার করতে চান তা select করুন।
  6. Next বাটনে tap করুন।
  7. Share বাটনে tap করুন।
  8. Share to option-এ PublicFriendsOnly Me থেকে select করুন।
  9. Post বাটনে tap করুন।

মনে রাখবেন:

  • WhatsApp status শেয়ার করার আগে status-এর privacy settings check করে নিন।
  • Facebook-এ shared status delete করলে WhatsApp থেকে original status delete হবে না।

আশা করি এই তথ্য আপনার জন্য সহায়ক হবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *