কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৪ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন: ২৪ মার্চ ২০২৪ উদ্বোধন করা বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তুতকৃত প্রথম প্রশিক্ষণ বিমানের নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (BBT) ।

প্রশ্ন: এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক এক হওয়ার স্মারকলিপি স্বাক্ষর করে কবে?
উত্তর : ১৮ মার্চ ২০২৪।

প্রশ্নঃ কোন প্রতিষ্ঠান প্রথম সিঙ্গেল সেল জিনোমিক ডেটা সংশ্লেষণ উদ্ভাবন করেন?
উত্তর : চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ।

প্রশ্ন: ১০ মার্চ ২০২৪ সমুদ্রের কতটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহবান করা হয়?
উত্তর : ২৪টি ।

প্রশ্ন: বিশ্বের কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়?
উত্তর : ১৫৭টি দেশে।

প্রশ্ন: কমিউনিটি ক্লিনিকে কত ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়?
উত্তর : ৩২ ধরনের। উল্লেখ্য, সরকারি হাসপাতালে ১০৫ ধরনের।

প্রশ্ন: ‘বুড়িগঙ্গা: নিরুদ্ধ নদী পুনরুদ্ধার শীর্ষক গবেষণা অনুযায়ী, বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিমি?
উত্তর : ৪১ কিলোমিটার।

প্রশ্ন: ২ মার্চ ২০২৪ প্রকাশিত নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটার সংখ্যা কত?
উত্তর : ১২,১৮,৫০,১৬০ ।

প্রশ্ন: কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র কে?
উত্তর : ডা. তাহসিন বাহার সূচনা ।

প্রশ্ন: ২০২৪ সালে ইউনেস্কোর “ট্রি ‘অব পিস’ পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর : ড. মুহম্মদ ইউনূস ।

প্রশ্ন : SIPRI’র প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিশ্বে অস্ত্র আমদানিতে কততম?
উত্তর : ২৬তম ।

স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩

প্রশ্ন : সাক্ষরতার হার (৭ বছর +) কত?
উত্তর : ৭৭.৯% ।

প্রশ্ন : জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত?
উত্তর : ১,১৭১ জন।

প্রশ্ন:প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
উত্তর : ৭২.৩ বছর ।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন: ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
উত্তর : প্রাবোও সুবিয়ান্তো ।

প্রশ্ন: ২০২৪ সালে গণিতের নোবেলখ্যাত অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : মাইকেল তালাগ্র্যান্ড ।

প্রশ্ন: ২০২৪ সালে ইউরোপীয় কমিশন কোন শহরকে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর : স্পেনের শহর ভ্যালেন্সিয়া ।

প্রশ্ন: ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কবে কার্যকর হয়?
উত্তর : ১১ মার্চ ২০২৪।

প্রশ্ন: ১৯ মার্চ ২০২৪ বিশ্বের দীর্ঘতম জোড়া টানেল কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর : ভারতের অরুণাচল প্রদেশে ।

প্রশ্ন: TIPA’র পূর্নরূপ কী ?
উত্তর : Trade and Economic Participition Agreement

প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদে ইসলামভীতি মোকাবিলায় প্রস্তাব পাস হয় কবে?
উত্তর : ১৫ মার্চ ২০২৪৷

প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা- সম্পর্কিত প্রথম বৈশ্বিক রেজুলেশন বা প্রস্তাব পাস হয় কবে?
উত্তর : ২১ মার্চ ২০২৪ ৷

প্রশ্ন: A Hijacking চলচ্চিত্রটি কোন প্রেক্ষাপটে নির্মিত হয়?
উত্তর : ডেনমার্কের একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ঘটনা অবলম্বনে ।

প্রশ্ন : ১ মার্চ ২০২৪ পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হন কে?
উত্তর : সরদার আয়াজ সাদিক ।

প্রশ্ন: ২০ মার্চ ২০২৪ কোন রাজ্যকে যুক্তরাষ্ট্র ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর : অরুণাচলকে ।

প্রশ্ন: বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : ২৬ ফেব্রুয়ারি-২ মার্চ ২০২৪ ।

প্রশ্ন: ইউরোপীয় মেরিটাইম ফোর্স (EUROMARFOR বা EMF) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯৫ সালে ।

প্রশ্ন: ভারতে মুখ্যমন্ত্রীর পদে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হন কে?
উত্তর : অরবিন্দ কেজরিওয়াল ।

প্রশ্ন: কোন ধূমকেতু এক শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর কাছে আসবে?
উত্তর : 12P/Pons-Brooks-এর অপর নাম শয়তান (ডেভিল) ধূমকেতু।

প্রশ্ন: ভুটানের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব দ্য ডুক গ্যালপো’ পদক লাভ করেন কে?
উত্তর : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

প্রশ্ন : ১৯তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৮-১৯ নভেম্বর ২০২৪ ।

প্রশ্ন : ১৯তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : রিও ডি জেনিরো, ব্রাজিল ।

ক্রীড়াঙ্গন

প্রশ্ন: ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজে জয় লাভ করে?
উত্তর : ৩৬টি ।

প্রশ্ন: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) দশম আসরে চ্যাম্পিয়ন হয় কোন দল?
উত্তর : ফরচুন বরিশাল ।

প্রশ্নঃ কোন দেশের প্লেয়ার সবচেয়ে বেশি সংখ্যক শততম টেস্ট খেলে?
উত্তর : ইংল্যান্ড (১৬ জন) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *