পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ কোনটি?

ক) সুপিরিয়র
খ) কাস্পিয়ান
গ) লেক আসাল
ঘ) ভিলক্টোরিয়া

পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ হলো কাস্পিয়ান সাগর। এটি বিশ্বের বৃহত্তম হ্রদও। এর আয়তন প্রায় ৩৭২,০০০ বর্গ কি.মি.। এটি মধ্য এশিয়ায় অবস্থিত।

সুপিরিয়র বিশ্বের বৃহত্তর স্বাদুপানির হ্রদ যা উত্তর আমেরিকায় অবস্থিত।

লেক আসাই পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ যা আফ্রিকার জিবুতিতে অবস্থিত।

বৈকাল পৃথিবীর গভীরতম ও প্রাচীনতম হ্রদ যা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত।

ভিক্টোরিয়া আফ্রিকার বৃহত্তম ও পৃথিবীর ৩য় বৃহত্তম হ্রদ। নীলনদের উৎপত্তি এই হ্রদ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *