সাম্প্রতিক সাধারণ জ্ঞান মে ২০২৪ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ

সাম্প্রতিক সাধারণ জ্ঞান মে ২০২৪ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

১. ২৬ মে ২০২৪ পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের সংখ্যা কতটি?
ক. ২৭টি
খ. ২৯টি
গ. ৩১টি
ঘ. ৩৩টি

উত্তর- ৩১টি

২. দেশের ৩১তম GI পণ্য কোনটি?
ক. রাজশাহীর মিষ্টি পান
খ. গোপালগঞ্জের রসগোল্লা
গ. জামালপুরের নকশিকাঁথা
ঘ. টাঙ্গাইল শাড়ি

উত্তর- টাঙ্গাইল শাড়ি

৩. ‘জাতীয় পল্লীউন্নয়ন কাউন্সিল’-এর সভাপতি কে?
ক. রাষ্ট্রপতি
খ. অর্থমন্ত্রী
গ. প্রধানমন্ত্রী
ঘ. আইনমন্ত্রী

উত্তর- প্রধানমন্ত্রী

৪. বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত?
ক. ৪ জন
খ. ৫ জন
গ. ৬ জন
ঘ. ৭ জন

উত্তর- ৫ জন

৫. গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে?
ক. ইউনিয়ন পরিষদের সদস্য
খ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
গ. উপজেলা পরিষদের চেয়ারম্যান
ঘ. উপজেলা নির্বাহী অফিসার

উত্তর- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

৬. ২০২৩ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স
ঘ. চীন

উত্তর- যুক্তরাজ্য

৭. বাংলাদেশ সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে?
ক. কাপাসিয়া, গাজীপুর
খ. পটিয়া, চট্টগ্রাম
গ. টেকনাফ, কক্সবাজার
ঘ. সাভার, ঢাকা

উত্তর- টেকনাফ, কক্সবাজার

৮. দেশের প্রথম ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে?
ক. ছায়া মালাকার
খ. পচি বেওয়া
গ. মেরিনা খাতুন
ঘ. মায়ারানী শব্দকর

উত্তর- মেরিনা খাতুন

৯. ১৯ মে ২০২৪ কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন?
ক. মুসা ইব্রাহীম
খ. নিশাত মজুমদার
গ. এম এ মুহিত
ঘ. বাবর আলী

উত্তর- বাবর আলী

১০. বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
ক. ৪৪টি
খ. ৪৬টি
গ. ৪৮টি
ঘ. ৫০টি

উত্তর- ৪৮টি

১১. দেশের ৪৮তম নদীবন্দর কোনটি?
ক. রাজশাহী নদীবন্দর
খ. মোহনগঞ্জ নদীবন্দর
গ. খুলনা নদীবন্দর
ঘ. সুলতানগঞ্জ নদীবন্দর

উত্তর- রাজশাহী নদীবন্দর

১২. দুর্নীতি দমন কমিশন (দুদক) কবে গ্লোব-ই নেটওয়ার্কের সদস্য হয়?
ক. ১ ফেব্রুয়ারি ২০২৪
খ. ১ মার্চ ২০২৪
গ. ১ এপ্রিল ২০২৪
ঘ. ১ মে ২০২৪

উত্তর- ১ মার্চ ২০২৪

১৩. ৮ মে ২০১৪ বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে?
ক. ভাসমান বিনিময় হার
খ. সফট পেগ
গ. ক্রলিং পেগ
ঘ. হার্ড পেগ

উত্তর- ক্রলিং পেগ

১৪. রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনি ‘Sultana’s Dream’ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে?
ক. ৮ মে ২০২৪
খ. ১৪ মে ২০২৪
গ. ১২ মে ২০২৪
ঘ. ২০ মে ২০২৪

উত্তর- ৮ মে ২০২৪

১৫. GDP’র সাময়িক হিসাব ২০২৩-২৪ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু GDP কত?
ক. ২,৬৪৩ মার্কিন ডলার
খ. ২,৬৬২ মার্কিন ডলার
গ. ২,৬৭৫ মার্কিন ডলার
ঘ. ২,৬৮৭ মার্কিন ডলার

উত্তর- ২,৬৭৫ মার্কিন ডলার

১৬. GDP’র সাময়িক হিসাব ২০২৩-২৪ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত?
ক. ২,৫৯১ মার্কিন ডলার
খ. ২,৭৪৯ মার্কিন ডলার
গ. ২,৭৯৩ মার্কিন ডলার
ঘ. ২,৭৮৪ মার্কিন ডলার

উত্তর- ২,৭৮৪ মার্কিন ডলার

১৭. GDP’র সাময়িক হিসাব ২০২৩-২৪ অনুযায়ী বাংলাদেশের GDP’র প্রবৃদ্ধির হার কত?
ক. ২.৬১%
খ. ৮.৯৮%
গ. ৫.৮২%
ঘ. ৯.০০%

উত্তর- ৫.৮২%

১৮. GDP’র সাময়িক হিসাব ২০২৩-২৪ অনুযায়ী বাংলাদেশের কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত?
ক. ২.৬১%
খ. ৩.২১%
গ. ৪.৭৫%
ঘ. ৫.১৫%

উত্তর- ৩.২১%

১৯. GDP’র সাময়িক হিসাব ২০২৩-২৪ অনুযায়ী বাংলাদেশের শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত?
ক. ৬.৬৬%
খ. ৮.১৮%
গ. ৯.৮৬%
ঘ. ১০.৮৬%

উত্তর- ৬.৬৬%

২০. GDP’র সাময়িক হিসাব ২০২৩-২৪ অনুযায়ী বাংলাদেশের সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? @ ।
ক. ৫.৫৪%
খ. ৫.৮০%
গ. ৭.২৬%
ঘ. ৮.৮৬%

উত্তর- ৫.৮০%

২১. GDP’র সাময়িক হিসাব ২০২৩-২৪ অনুযায়ী বাংলাদেশের কৃষি খাতে অবদানের হার কত?
ক. ১০.৬১%
খ. ১১.০২%
গ. ১২.৪৭%
ঘ. ১৩.৪৭%

উত্তর- ১১.০২%

২২. GDP’র সাময়িক হিসাব ২০২৩-২৪ অনুযায়ী বাংলাদেশের শিল্প খাতে অবদানের হার কত?
ক. ৩২.৩০%
খ. ৩৪.৭৯%
গ. ৩৫.৫৫%
ঘ. ৩৭.৯৫%

উত্তর- ৩৭.৯৫%

২৩. GDP’র সাময়িক হিসাব ২০২৩-২৪ অনুযায়ী বাংলাদেশের সেবা খাতে অবদানের হার কত?
ক. ৫১.০৪%
খ ৫১.৪৮%
গ. ৫২.৭২%
ঘ. ৫৩.০৭%

উত্তর- ৫১.০৪%

২৪. রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
ক. ভ্লাদিমির পুতিন
খ. সের্গেই শোইগু
গ. ডিয়াচেস্লাভ ভোলোদিন
ঘ. মিখাইল মিশুস্তিন

উত্তর- মিখাইল মিশুস্তিন

২৫. স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ কোনটি ?
ক. যুক্তরাষ্ট্র
খ. ইতালি
গ. জার্মানি
ঘ. চীন

উত্তর- যুক্তরাষ্ট্র

২৬. হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন?
ক. ১৭ মে ২০২৪
খ. ১৯ মে ২০২৪
গ. ১৮ মে ২০২৪
ঘ. ২০ মে ২০২৪

উত্তর- ১৯ মে ২০২৪

২৭. তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

ক. সাই ইং ওয়েন
খ. হুও-ইউ-ই
গ. কো ওয়েন-জে
ঘ. লাই চিৎ-তে

উত্তর- লাই চিৎ-তে

২৮. ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হয় কবে?
ক. ১০ মে ২০২৪
খ. ১২ মে ২০২৪
গ. ১৯ মে ২০২৪
ঘ. ১৪ মে ২০২৪

উত্তর- ১০ মে ২০২৪

২৯. OIC’র বর্তমান প্রেসিডেন্ট কে?
ক. রিসেপ তাইয়েপ এরদোয়ান (তুরস্ক)
খ. বাদশাহ সালমান (সৌদি আরব)
গ. অ্যাডামা ব্যারো (গাম্বিয়া)
ঘ. আবেদল ফাত্তাহ সিসি (মিসর)

উত্তর- অ্যাডামা ব্যারো (গাম্বিয়া)

৩০. পাকিস্তানের প্রথম চন্দ্র-উগ্রহের নাম কী ?
ক. Badr-A
খ. iCube-Qamar
গ. Hatf 1
ঘ. Shaheen I

উত্তর- iCube-Qamar

৩১.৫০তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক. ১৩-১৫ জুন ২০২৪
খ. ১৭-১৯ জুন ২০২৪
গ. ১৯-২১ জুন ২০২৪
ঘ. ২৪-২৬ জুন ২০২৪

উত্তর- ১৩-১৫ জুন ২০২৪

৩২.৫০তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. আপুলিয়া, ইতালি
খ. প্যারিস, ফ্রান্স
গ. বন, জার্মানি রিপোর্ট-সমীক্ষা
ঘ. লন্ডন, যুক্তরাজ্য

উত্তর- আপুলিয়া, ইতালি

৩৩. ২০২৪ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ কোনটি?
ক. নরওয়ে
খ. এস্তোনিয়া
গ. ডেনমার্ক
ঘ. সুইডেন

উত্তর- নরওয়ে

৩৪. ২০২৪ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি?
ক. ইরিত্রিয়া
খ. ইরান
গ. উত্তর কোরিয়া
ঘ. মিয়ানমার

উত্তর- ইরিত্রিয়া

৩৫. ২০২৪ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ অবস্থান কত?
ক. ১৪৫তম
খ. ১৬২তম
গ. ১৫২তম
ঘ. ১৬৫তম

উত্তর- ১৬৫তম

৩৬. ২০২৪ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. নরওয়ে
খ. সিঙ্গাপুর
গ. ডেনমার্ক
ঘ. সুইডেন

উত্তর- সিঙ্গাপুর

৩৭. ২০২৪ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ক. ইরিত্রিয়া
খ. ইরান
গ. উত্তর কোরিয়া
ঘ. মিয়ানমার

উত্তর- উত্তর কোরিয়া

৩৮.২০২৪ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
ক. ১১৬তম
খ. ১৩২তম
গ. ১২৭তম
ঘ. ১৪৫তম

উত্তর- ১১৬তম

৩৯. বিশ্ব ফুটবল দিবস কবে?
ক. ২১ মে
খ. ১৩ জুলাই
গ. ২৫ ম
ঘ. ২৩ অক্টোবর

উত্তর- ২৫ ম

৪০. আন্তর্জাতিক মারখোর (Markhor) দিবস কবে?
ক. ২ মে
খ. ১৪ মে
গ. ২৪ মে
ঘ. ৩১ মে

উত্তর- ২৪ মে

৪১. আন্তর্জাতিক নারী কৃষক বৰ্ষ কোন সাল ?
ক. ২০২৫
খ. ২০২৬
গ. ২০২৭
ঘ. ২০২৮

উত্তর- ২০২৬

৪২. ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে?
ক. গীতাঞ্জলী শ্রী ও কিরণ দেশাই
খ. জর্জি গোসপোদিনভ ও অ্যাঞ্জেলা রোডেল
গ. জেনি এরপেনবেক ও মাইকেল হফম্যান
ঘ. ডেভিড ডিওপ ও জন ব্যানভিল

উত্তর- জেনি এরপেনবেক ও মাইকেল হফম্যান

৪৩. কোন উপন্যাসের জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়?
ক. Gehen, ging, gegangen
খ. Aller Tage Abend
গ. Heimsuchung
ঘ. Kairos

উত্তর- Kairos

৪৪. ২০২৪ সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে?
ক. রেজওয়ানা চৌধুরী বন্যা
খ. অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী
গ. অধ্যাপক লাইসা আহমদ লিসা
ঘ. খ+গ

উত্তর- খ+গ

৪৫. ২০২৪ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে?
ক. অধ্যাপক রাজিয়া সুলতানা
খ. শাহীন সামাদ
গ. আহমদ রফিক
ঘ. আবুল মোমেন

উত্তর- অধ্যাপক রাজিয়া সুলতানা

৪৬. ৪৮তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে?
ক. ২০ জুন-১৪ জুলাই ২০২৪
খ. ২০ জুলাই-১৪ আগস্ট ২০২৪
গ. ২০ আগস্ট-১৪ সেপ্টেম্বর ২০২৪
ঘ. ২-২৯ অক্টোবর ২০২৪-

উত্তর- ২০ জুন-১৪ জুলাই ২০২৪

৪৭. ৪৮তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে?
ক. যুক্তরাষ্ট্র
খ. চিলি
গ. আর্জেন্টিনা
ঘ. ব্রাজিল

উত্তর- যুক্তরাষ্ট্র

৪৮.১৭তম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে ?
ক. ১৪ জুন ১৪ জুলাই ২০২৪
খ. ১৪ জুলাই-১৪ আগস্ট ২০২৪
গ. ১৪ আগস্ট ১৪ সেপ্টেম্বর ২০২৪
ঘ. ১৪ সেপ্টেম্বর-১৪ অক্টোবর ২০২৪

উত্তর- ১৪ জুন ১৪ জুলাই ২০২৪

৪৯. ১৭তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে?
ক. স্পেন
খ. ডেনমার্ক
গ. জার্মানি
ঘ. ফ্রান্স

উত্তর- জার্মানি

৫০. প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে ‘হোয়াইট ব্যাজ’-এর স্বীকৃতি পান কে?
ক. মাসফিয়া আফরিন
খ. জু-উন নাহার চৌধুরী
গ. ফারজানা হক
ঘ. নাহিদা আকতার

উত্তর- মাসফিয়া আফরিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *